নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবছরের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক “আমাদের আলাইপুর” গ্রুপের উদ্যোগে পিকনিক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পিকনিকের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ অনুষ্ঠানের। এরপর প্রয়াত গ্রামবাসীদের জন্য মাগফিরাত কামনা, আনন্দ র্যালি, ক্রিকেট টুর্নামেন্ট, বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল খেলা ও অন্যান্য গ্রামীণ খেলাধুলা, কৃথি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। পিকনিকে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলী নুর, ইউপি সদস্য মোন্তাজ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাজিবুল ইসলাম, গ্রুপটির এডমিন কামরুল ইসলাম বাদশা, জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সবার সাথে যোগাযোগ বৃদ্ধিসহ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই গ্রুপটি তৈরি করা হয়। প্রতিবছরই আমাদের আলাইপুর গ্রুপের উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়। বছরের একটি দিন একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে আবার সবাই নিজের জায়গায় ফিরে যায়। চাকরি-ব্যবসাসহ অন্যান্য পেশায় জড়িত থাকায় দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন এই গ্রামের অনেকে।
ভিডিও…