কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল তিনটায় খেলাটি অনুষ্ঠিত হয় কাশীপুর রেল স্টেশন মাঠে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
খেলাটি উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রেমী দর্শকের সমাগম হয়। দুপুর থেকেই মাঠটিতে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। এতে তেতুলবাড়িয়া ফুটবল একাদশকে র্নিধারিত সময়ে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতি।
এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। চ্যাম্পিয়ন দলকে একটি ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন ও রানার্স আপ দলকে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সুমন হোসেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন,মুহাম্মদ আলী জিন্নাসহ প্রমূখ।
সবুজদেশ/এসইউ