কালীগঞ্জে আ’লীগের সম্মেলন ৩০ অক্টোবর: ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে আগামাী ৩০ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতা-কর্মিরা।
শুক্রবার বিকালে নলডাঙ্গা ভূষন রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামে থেকে এক মটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথাসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৩০ অক্টোবর কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে নবীন প্রবীনদের সমন্বয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকলের সম্মতিক্রমে একটি নতুন কমিটি উপহার দেবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। যেখানে থাকবে কোন মতদ্বন্দ মতভেদ। জনকল্যালকর কাজে জাগ্রত থাকবে আওয়ামীলীগের নতুন কমিটি।