ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হরিণাকুণ্ডু উপজেলার কাচারী বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ারকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মসিয়ার মাতব্বর কাঁকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুরর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর উপজেলার কাঁকলাশ গ্রামের মসিয়ার মাতব্বরের বাড়িতে দুপুরে কাজ করতে যায় ওই নারী। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় মসিয়ার। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, শুক্রবার ভোরে হরিণাকুণ্ডু উপজেলার কাচারী বিন্নি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Tag :