ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name

ঝিনাইদহঃ

কালীগঞ্জে অসহায় হতদরিদ্রদের ভাতার কার্ড দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যে শাহিনা বেগমের বিরুদ্ধে। তিনি মালিয়াট ইউনিয়নের ২নং (৪,৫,৬) সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য।

এসব অপকর্মের বিচার প্রার্থনা চেয়ে ভুক্তভোগী কমেলা বেগম রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।

প্রতারনার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগী স্বাক্ষরিত দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, মহিলা সদস্য শাহিনা বেগম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের পাচ কাহুনিয়া গ্রামের অসহায় দুস্থ নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্ক ভাতা, পঙ্গুভাতা ও অগভির নলকুপ দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও ওই গ্রামের হতদরিদ্র মহিলা ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। টাকা নিয়ে সে গত এক দেড় বছর ধরে ভুক্তভোগীদের সাথে নানা তালবাহানা করছিল। সর্বশেষ বাধ্য হয়ে অসহায় ক্ষতিগ্রস্থরা কালীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগটি করেছেন।

ইউপি সদস্য শাহিনা বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্তদের অনেকেরই তিনি চিনেন না। পরিষদের কাজ কর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো নিকট থেকে কোন টাকা নেননি। তবে তার স্বামী টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, দুঃস্থ অসহায়দের কার্ড দেবার কথা বলে এক মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি অভিযোগের তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

About Author Information
আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
১১২৯ Time View

কালীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

ঝিনাইদহঃ

কালীগঞ্জে অসহায় হতদরিদ্রদের ভাতার কার্ড দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যে শাহিনা বেগমের বিরুদ্ধে। তিনি মালিয়াট ইউনিয়নের ২নং (৪,৫,৬) সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য।

এসব অপকর্মের বিচার প্রার্থনা চেয়ে ভুক্তভোগী কমেলা বেগম রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।

প্রতারনার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগী স্বাক্ষরিত দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, মহিলা সদস্য শাহিনা বেগম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের পাচ কাহুনিয়া গ্রামের অসহায় দুস্থ নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্ক ভাতা, পঙ্গুভাতা ও অগভির নলকুপ দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও ওই গ্রামের হতদরিদ্র মহিলা ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। টাকা নিয়ে সে গত এক দেড় বছর ধরে ভুক্তভোগীদের সাথে নানা তালবাহানা করছিল। সর্বশেষ বাধ্য হয়ে অসহায় ক্ষতিগ্রস্থরা কালীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগটি করেছেন।

ইউপি সদস্য শাহিনা বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্তদের অনেকেরই তিনি চিনেন না। পরিষদের কাজ কর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো নিকট থেকে কোন টাকা নেননি। তবে তার স্বামী টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা জানান, দুঃস্থ অসহায়দের কার্ড দেবার কথা বলে এক মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি অভিযোগের তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।