নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম খামারমুন্দিয়া গ্রামের মৃত আঃ জব্বার মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৭০টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিউলকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।