নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ আলাল মন্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ী র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে । মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় । সে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আলাল মন্ডল উপজেলার খামার মুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , বুধবার (২৬ জুলাই) র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ৫ হাজার, ৬ শত, ১০ টাকাসহ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।