ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, আটক ৩

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে। ঘটনাটির নেপথ্যে রয়েছে নারী ঘটিত কাহিনী ও মাদক ব্যবসা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮) তার ভাই ইসলাম হোসেন (৬৪) আমিরুল ইসলাম (৫৫) সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারিরীক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দু’জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে। এরপর তারা আসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে। এ সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নুর ইসলাম ও চাচা গোলাম নবী, আমিরুল, সিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত হয়েছে। গ্রামের এক গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সোহেল। সেই গৃহবধুর সঙ্গে সোহেলের একটি ছবি তোলে আসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সোহেল। সেই সুত্র ধরে রবিবার রাতে আসলামের উপর হামলা চালানো হয়। হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই মাদক ব্যবসায় জড়িত।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সোহেল, আক্তার ও আকাশ নামের ৩ জনকে রাতেই পুলিশ আটক করেছে। থানায় মামলা দায়ের হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ছাত্রীদের নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ে প্রধান শিক্ষকের স্কুলত্যাগ

কালীগঞ্জে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, আটক ৩

Update Time : ০৬:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে। ঘটনাটির নেপথ্যে রয়েছে নারী ঘটিত কাহিনী ও মাদক ব্যবসা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮) তার ভাই ইসলাম হোসেন (৬৪) আমিরুল ইসলাম (৫৫) সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারিরীক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দু’জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে। এরপর তারা আসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে। এ সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নুর ইসলাম ও চাচা গোলাম নবী, আমিরুল, সিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত হয়েছে। গ্রামের এক গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সোহেল। সেই গৃহবধুর সঙ্গে সোহেলের একটি ছবি তোলে আসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সোহেল। সেই সুত্র ধরে রবিবার রাতে আসলামের উপর হামলা চালানো হয়। হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই মাদক ব্যবসায় জড়িত।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সোহেল, আক্তার ও আকাশ নামের ৩ জনকে রাতেই পুলিশ আটক করেছে। থানায় মামলা দায়ের হয়েছে।

সবুজদেশ/এসএএস