কালীগঞ্জে কন্যা শিশু দিবসে কিশোরী সমাবেশ, আলোচনা সভা ও মানববন্ধন
সবুজদেশ ডেক্সঃ “থাকলে কন্যা সুরক্ষিত,দেশ হবে আলোকিত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, কিশোরী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শরিফা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,বিআরডি কর্মকর্তা কামরুল হাসান, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। এছাড়াও আলোচনা সভা শেষে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের গেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সেখানে বক্তব্য রাখেন ইউএনও সুবর্ণা রানীসাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন।