কালীগঞ্জে করোনা সংকটে অসহায়দের পাশে ‘১ টাকায় জীবন’
বিশেষ প্রতিনিধিঃ
পৃথিবীজুড়েই মহামারী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেদিক থেকে বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্কুল-কলেজ, অফিস-আদালতও কয়েক দফায় বন্ধ ঘোষনা করা হয়েছে। জনসমাগম এড়াতে বাজার-ঘাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।
সমাজের সেই সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যতিক্রমী সংগঠন ‘১ টাকায় জীবন’। তিল তিল করে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে ১ টাকা করে নিয়ে গেন টাকা দিয়েই প্রায় ৭০জন অসহায় ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার প্রকৃত অসহায় ও দুস্থদের খুঁজে খুঁজে খাবার সামগ্রী বিতরণ করেন। কিন্তু এই সংগঠনের পক্ষে ব্যতিক্রমী ছবি পোস্ট দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে। অসহায় ও দুস্থদের ছবি তারা প্রকাশ করতে চাননি।
এ সময় উপস্থিত ছিলেন, ‘১ টাকায় জীবন’ এর প্রধান উপদেষ্টা রফসান আল মাসুম খান, উপদেষ্টা এসকে আরাভ, প্রধান সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ, সহ-সভাপতি তুষার হোসেন রিজভী, আরাফাত তুহিন, কেএসএর সাধারণ সম্পাদক শেখ ফরহাদ, যুগ্ম সম্পাদক শ্রীয়েশি ত্রিশা, পরিকল্পনা সম্পাদক আকাশ হোসেন ইমন, ছাত্র কল্যাণ সম্পাদক রাব্বি তাহমিদ, সাংগঠনিক সম্পাদক গৌরব চৌধুরি, সদস্য তানজিল আহমেদ অন্তর প্রমুখ।
খাবার সামগ্রীর মধ্যে ছিল চাল ৪ কেজি, এক কেজি আটা, ২ কেজি আলু, ডাল ১ কেজি, তেল হাফ কেজি ও লবণ আধা কেজি।
ব্যতিক্রমী সংগঠন ‘১ টাকায় জীবন’ এর সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তৌহিদ জানান, মূলত আমরা কালীগঞ্জে বড়-ছোট ভাইদের কাছ থেকে ১ টাকা করে সংগ্রহ করি অসহায় মানুষের সহযোগিতা করার জন্য। কিন্তু করোনার এই সংকটে অনেকে বেশি সহযোগিতা করেছেন। সেই টাকা দিয়েই উপজেলার প্রায় ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও ছিন্নমূল মানুষের মাঝে এক বেলা রান্না করা খাবার প্রদান করেছি।