ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারী তালহা জুবায়েরকে মারধর করা অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কলেজটির পিছনের কলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তালহা জুবায়ের উপজেলার সিংদহ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২ টার দিকে শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এ সময় অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
আহত তালহা জুবায়ের বলেন, রবিবার সকালে শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ কলাহাট এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত লাটা গাড়ির চালকের সাথে টোল আদায়কারীদের বাকবিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে তারা ওই চালককে মারধরও করে। এ সময় তিনি ওই চালকের মারধরের প্রতিবাদ করলে তাকেও চড়, থাপ্পড়, লাথি মেরে ফেলে দেয় কয়েকজন। এতে তিনি বুকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে। তবে হামলাকারীদের নাম তিনি বলতে পারেননি।
কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এএইচ মোর্তুজা বলেন, টোল আদায়াকারীরা চালককে মারধর করার প্রতিবাদ করায় ছাত্রশিবিরের মাহতাব উদ্দিন কলেজ শাখার সাধারণ সম্পাদককে মারধর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সবুজদেশ/এসইউ