কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অমিত হাসান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান উপজেলার বাদুরগাছা গ্রামের জাকির হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বাদুরগাছা গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে বারবাজারের দিকে যাচ্ছিলেন অমিত । পথিমধ্যে বারবাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় সে। এ সময় পিছন দিক থেকে আসা যশোরগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবুজদেশ/এসএএস