নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে কুপিয়ে জখম করা মামলায় সোহেল খাঁ নামের এক যুবককে ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন মাতুব্বর। দণ্ডিত সোহেল খাঁ কালীগঞ্জ উপজেলার অনুপমপুর গ্রামের মশিয়ার খাঁর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২২৩ নভেম্বর কালীগঞ্জ উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাই নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সোহেল খাঁ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করেন আব্দুল হাই। দীর্ঘ শুনানি শেষে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাদীর আইনজীবি মো: খাইরুজ্জামান জানান, কুপিয়ে জখম করা মামলায় আদালত আসামি সোহেল খাঁ এর ৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।