ঝিনাইদহের কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মোল্লাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোল্লাকোয়া স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ৩৫ জন মেধাবী শিক্ষার্থী ও পাঁচ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রওশান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ আবুল কাশেম, শিক্ষক আজিবর রহমানসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান অনান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আশা করবো তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড়দের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করবে এবং একই পথে ছোটদেরকে এগিয়ে নেওয়ার মাধ্যমে সাফল্য বয়ে আনবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন যেন তারা মাদকের ও কোনো বাজে সঙ্গে জড়িয়ে না পড়ে। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সবুজদেশ/এসইউ