জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জের ৪ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় সফর সফলভাবে অনুষ্ঠিত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কৃষকদের এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন-এর আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন যথাক্রমে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩ নং কোলা ও ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের ৪০ জন কৃষদের মধ্যে এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।
সকালে সোনার বাংলা ফাউন্ডেশনের কার্যালয় থেকে মাইক্রোবাস মাধ্যমে ৪০ জন কৃষক প্রকল্পের আওতায় মহেশ^রচাঁদা গ্রামের কৃষক আব্দুল মজিদ-এর আন্ডার গ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ প্রদান পদ্ধতি ও এডব্লিউডি পদ্ধতির মাধ্যমে পানি সাশ্রয়ী ধান চাষ কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ত্রিলোচনপুর গ্রামের বড় ফুলচাষী ও সফল উদ্যোক্তা টিপু সুলতান-এর ফুল ক্ষেত পরিদর্শন করে ফুল চাষ সম্পর্কে অভিজ্ঞতা নেন কৃষকরা। সেখান থেকে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ২১ কৃষকের সমন্বয়ে স্থাপিত আন্ডার গ্রাউন্ড পাইপের মাধ্যমে সেচ প্রদান পদ্ধতি ও এ ডব্লিউ ডি পদ্ধতিতে ধান চাষ পরিদর্শন করেন।
অভিজ্ঞতা বিনিময় সফরে ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রামের ৪০ জন কৃষকসহ সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রকল্প পরিচালক অ্যাডভোকেট মটর কুমার মণ্ডল, ফিল্ড অফিসার কুদরাত-ই-খুদা, রনি বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসএএস