কালীগঞ্জে কৃষকের ৪টি গরু পুড়ে ছাই, ৫টি অগ্নিদগ্ধ
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গোয়াল ঘরে আগুন লেগে ফারুক হোসেনের ৪টি গরু পুড়ে গেছে। এ সময় আরো ৫টি গরু অগ্নিদগ্ধ হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন বাবরা গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে।
ফারুক হোসেন জানায়, রাত সাড়ে তিনটার দিকে তার স্ত্রী দেখতে পান গোয়াল ঘরে আগুন জ¦লছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ৪টি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং বাকি পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। এসময় ফারুকের ৪টি গরু আগুনে পুড়ে মারা যায়। এবং অন্য ৫টি গরু অগ্নিদদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।