কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এতিমদের মাঝে ইফতার, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
শনিবার বিকেলে শহরের পাইকপাড়া কেরাতুল কোরআন এতিম ও হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক তত্ত¡াবধানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে ইফতার, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়াজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি, সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগাঠনিক সম্পাদক ইশতিয়াক পারভেজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ ইকবাল, আলাউদ্দিন আলা, শাহাদৎ হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান তানভীর, আশরাফুল ইসলাম নিরব, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন, হারুনুর রশিদ রাজা, ইফতি জাহান, সদস্য মনিরুজ্জামান মুন্না, সাব্বির হোসেন, চঞ্চল হোসেন, জুয়েল মিয়া, রাজিবুল ইসলাম রাজীব, মাহফুজ পারভেজ ফাহিম শাহরিয়ার প্রমুখ।