কালীগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শুরু আগে আহত ও শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহিন আলম, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহমেদ, মাহফুজুর রহমান ইশানসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি।
সবুজদেশ/এসইউ