ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে গভীর রাতে ব্যাটারির দোকানে চুরি

 

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ম্যাক্সি সুপার মার্কেট এলাকায় ‘রাজকুমার ব্যাটারি হাউজে’ এ চুরি সংঘটিত হয়।

দোকান মালিক রাজকুমার দাস জানান, রাতের আঁধারে দোকানের উপরের টিনের সেড খুলে ভেতরে প্রবেশ করে চোর চক্র। তারা দোকান থেকে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন ব্যাটারি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এব্যাপারে প্রয়োজনী আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

কালীগঞ্জে গভীর রাতে ব্যাটারির দোকানে চুরি

Update Time : ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের ম্যাক্সি সুপার মার্কেট এলাকায় ‘রাজকুমার ব্যাটারি হাউজে’ এ চুরি সংঘটিত হয়।

দোকান মালিক রাজকুমার দাস জানান, রাতের আঁধারে দোকানের উপরের টিনের সেড খুলে ভেতরে প্রবেশ করে চোর চক্র। তারা দোকান থেকে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন ব্যাটারি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এব্যাপারে প্রয়োজনী আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ