কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :
ঝিনাইদহ কালীগঞ্জে চাঞ্চল্যকর সাবেক পৌর প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইসমাইল হত্যাকান্ড ঘটনায় প্রতিপক্ষের ঘর পোড়ানো মামলার ১২ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার ঝিনাইদহ আদালতে ওই মামলার জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দ্দেশ দেন। উল্লেখ্য ২০১৪ সালের ১৩ মে কালীগঞ্জ শহরের চাপালী গ্রামে প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্তদের হাতে ইসমাইল হোসেন খুন হয়। এবং ওইদিন বিকালেই ঘটনার জের ধরে বিক্ষুব্দ গ্রামবাসী চিহ্নিতদের ঘরবাড়ি পুড়িয়ে দিলে কয়েকদিন পর হত্যা মামলার ২ নং আসামী আজিজারের স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেছিল। এ মামলায় জেলহাজতে পাঠানোদের মধ্যে রয়েছে, নিহত প্যানেল মেয়র ইসমাইল হোসেনের পুত্র ইমরান, তার ভাইপো সুজন ও চাপালী গ্রামের আব্দুর রহিম, পারভেজ, মতিয়ার, আবু বক্কার, মুক্তার, জসিম, ইমন, সোহেল, বুড়ো জাহিদ ও রবিউল।
ঘর পোড়ানো মামলার জেলহাজতে প্রেরন আসামীদের স্বজনদের সুত্রে জানা যায়, কালীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র চাপালী গ্রামের ইসমাইল হোসেন ২০১৪ সালে নিজ গ্রামের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হয়। সে সময়ে নিহত ইসমাইলের স্ত্রী বাদি হয়ে থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছিল। কিন্তু ওই মামলার অভিযুক্ত আসামীদের এখনও কোন সাজা হয়নি। উল্টো তাদেরই ঘর পোড়ানো মামলায় নিহত ইসমাইলের পুত্র ও ভাইপো সহ ১২ জনকে জেল হাজতে যেতে হল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here