ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে চিত্রা নদীতে মাছ ধরার মহোৎসব

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

খাল-বিল ও নদীর পানি কমতে শুরু করেছে। তাই দলবেঁধে মাছ ধরতে নেমে গেছে শিশু, যুবক, যুবতী ও বয়স্করা। শুক্রবার সকালে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে।

সরেজমিন গিয়ে দেখা যায়, শুক্রবার ভোর থেকে হেলাই গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে মাছ ধরতে। সবাই দলবদ্ধ হয়ে মাছ শিকার করছেন। কেউ জাল ফেলে আবার কেউ পলো দিয়ে। কেউ বা আবার ঠেলা জাল ও ডুঙায় চড়ে মাছ শিকারে ব্যস্ত। তারা শোইল, টাকি ও বোয়ালসহ দেশীয় মাছ শিকার করছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় নদীর একপাশে ভীড় জমে যায়। তবে বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে ভীড় কমতে থাকে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বছরের এই সময়ে কালীগঞ্জে বুক চিরে বয়ে যাওয়া চিত্রা নদীর পানি শুকিয়ে যায়। একটুও পানি থাকে না। পানি শুকিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মাছ শিকার করে। আশে পাশের এলাকা থেকেও এখানে মাছ শিকার করতে আসে। কিন্তু নদীটির বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়া আছে। সেগুলো উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

মাছ ধরতে আসা শিশু জিহাদ হাসান জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় তার এক ভাইয়ের সাথে মাছ ধরতে এসেছে। জাল ঠেলে বেশ মাছ পেয়েছি। দেশীয় পুটি মাছ বেশি উঠছে। বাসায় গিয়ে রান্না করে খাবো।

বৃদ্ধ জয়নাল আলী জানান, বছরের এই সময়ে গ্রামের মানুষ একসাথে মাছ ধরে। আনন্দ করে মাছ ধরতে সব বয়সের মানুষ আসে। আগের থেকে এখন মাছ অনেক কম হয়। একসাথে দলবদ্ধ হয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে।

Tag :

About Author Information
Update Time : ০৭:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
১৬৬ Time View

কালীগঞ্জে চিত্রা নদীতে মাছ ধরার মহোৎসব

Update Time : ০৭:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

খাল-বিল ও নদীর পানি কমতে শুরু করেছে। তাই দলবেঁধে মাছ ধরতে নেমে গেছে শিশু, যুবক, যুবতী ও বয়স্করা। শুক্রবার সকালে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে।

সরেজমিন গিয়ে দেখা যায়, শুক্রবার ভোর থেকে হেলাই গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে মাছ ধরতে। সবাই দলবদ্ধ হয়ে মাছ শিকার করছেন। কেউ জাল ফেলে আবার কেউ পলো দিয়ে। কেউ বা আবার ঠেলা জাল ও ডুঙায় চড়ে মাছ শিকারে ব্যস্ত। তারা শোইল, টাকি ও বোয়ালসহ দেশীয় মাছ শিকার করছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় নদীর একপাশে ভীড় জমে যায়। তবে বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে ভীড় কমতে থাকে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বছরের এই সময়ে কালীগঞ্জে বুক চিরে বয়ে যাওয়া চিত্রা নদীর পানি শুকিয়ে যায়। একটুও পানি থাকে না। পানি শুকিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মাছ শিকার করে। আশে পাশের এলাকা থেকেও এখানে মাছ শিকার করতে আসে। কিন্তু নদীটির বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়া আছে। সেগুলো উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

মাছ ধরতে আসা শিশু জিহাদ হাসান জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় তার এক ভাইয়ের সাথে মাছ ধরতে এসেছে। জাল ঠেলে বেশ মাছ পেয়েছি। দেশীয় পুটি মাছ বেশি উঠছে। বাসায় গিয়ে রান্না করে খাবো।

বৃদ্ধ জয়নাল আলী জানান, বছরের এই সময়ে গ্রামের মানুষ একসাথে মাছ ধরে। আনন্দ করে মাছ ধরতে সব বয়সের মানুষ আসে। আগের থেকে এখন মাছ অনেক কম হয়। একসাথে দলবদ্ধ হয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। সবার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে।