কালীগঞ্জে ছাত্রদলের তৃণমূলের বক্তব্য শুনলেন কেন্দ্রীয় নেতারা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বক্তব্য শুনলেন কেন্দ্রীয় ছাত্রলদের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরের কলেজিয়েট স্কুল মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামালা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
শহরের এম. ইউ কলেজিয়েট স্কুল মাঠে বেলা আড়াইটার দিকে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হন। এরপর বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতারা। বিগত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, হামলা-মামলার স্বীকার, দলের কমিটিসহ বিভিন্ন বিষয়ে নেতাদের বক্তব্য শোনেন তারা।
এ সময় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন সোহেল রানা, শুভ আহমেদ জনি, মারুফ বিল্লাহ। এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন মৌসুম উদ্দিন শোভন, শাহাদৎ হোসেন রিওন, রাকিব হাসান, ফিরোজ কবির। পৌর শাখায় সভাপতি পদে বক্তব্য রাখেন জুয়েল রানা, তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা হঠাৎ করে তার অনুসারীদের নিয়ে হট্টগোল করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরেই সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তিনি আবার অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন।
এ সময় কিছু কিছু নেতকর্মীর মুখে বলতে শোনা যায়, সু-শৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্য সে এমন পরিবেশ তৈরি করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল টিটো বলেন, প্রথম থেকেই অনুষ্ঠান খুব সুন্দরভাবেই পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ শেষের দিকে পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করা হয়। এরপর সিনিয়রদের হস্তক্ষেপে পরিবেশ আবার শান্ত হয়। যারা পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করেছে তাদের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন বলেন, কেন্দ্রীয় নেতাদের সামনে হট্টগোল করে বেরিয়ে যাওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে।