কালীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করেছে কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রদল এর আহবায়ক সাজিদ হাসান জনির সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন সোভন, ছাত্রদলের পৌর শাখার আহবায়ক মো: জুয়েল রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, শাহাদাত হোসেন রিওন, মেহেদী হাসান হিরন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, হারুন অর রসীদ রাজা, ইফতি জাহান, খালিদ সাইফুল্লাহ শাওন,উপজেলা ছাত্রদল এর সদস্য, মনিরুজ্জামান মুন্না, চঞ্চল হোসেন সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এর সকল ইউনিটের নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে বিগতদিনে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি করেন। এছাড়াও আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের যথাযথ বিচারের দাবি জানান তারা।
সবুজদেশ/এসইউ