কালীগঞ্জে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী বের করা হয়।
কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল টিটো, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সোহেল রানা, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভন, রাকিব হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ছাত্রদল নেতা শুভ আহমেদ জনি, শাহাদৎ হোসেন রিয়ন, চঞ্চল হোসেন, মোঃ কাকন, হৃদয় আহমেদ বিদ্যুৎ, জুয়েল রানা, জসিম উদ্দিন, ফারুক হোসেন, সাব্বির আহমেদ, মোঃ আশিক, নাহিদ পারভেজ, আশাদুল ইসলা, আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা ফুয়াদ হাসান,তরিকুল ইসলাম, ইমরান হোসেন, মোঃ শাহীন হোসেন, মুশফিকুর রহমান তানভীর, হামিদুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা এরশাদ হোসেন সোনা, কামরুল হোসেন, আল আমিন হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মিথ্যা মামলা কারাবন্দি আমাদের নেত্রী। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের রাজপথে নামতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে।