কালীগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী (ভিডিও)
নতুন ও পুরাতনদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মিরা মিছিল সহকারে এসে জড়ো হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম তোতা, লুৎফর রহমান লেন্টু, রাশেদুল আলম রুলু, ভিপি গোলাম মোস্তফা, আহসান কবির শান্তি, ফারুক হোসেন, মোস্তফা কামাল টিটো, আছাদুজ্জামান প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মধূগঞ্জ বাজারের জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রনেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, ইফতি জাহান, তরিকুল ইসলাম টিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। মাত্র ১১ জন কর্মি নিয়ে গড়া এ সংগঠনটি মেধা চর্চার মাধ্যমে দেশের সর্ব বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।
তিনি উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে আরও বলেন, ছাত্রদলকে বলা হয় বিএনপি’র ভ্যান গার্ড। ফলে ছাত্রনেতাদের হতে হবে দেশপ্রেমিক, মেধাবী, সদালাপি ও বিনয়ী। কেননা আজকে যারা ছাত্রদলের নেতাকর্মি ভবিষ্যতে তাদের ওপরই বিএনপি’র শ্রেষ্ঠত্ব ধরে রাখার বিষয়টি নির্ভর করছে।
সবশেষে সফলভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় সাইফুল ইসলাম ফিরোজ উপস্থিত নেতাকর্মিদেরকে ধন্যবাদ জানান।
ভিডিও…
সবুজদেশ/এসইউ/এসএএস/এসএইচ