বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় র্যালীটি কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী সমাবেশে বাংলাদেশ শিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি এ এইচ এম মর্তুজার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় শিবিরের জেলা সভাপতি বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মাত্র ৬ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে ইসলামী ছাত্রশিবির গঠিত হয়। কিন্ত তাদের সাংগাঠনিক দক্ষতায় আজ সারাদেশে সংগঠনটির নেতাকর্মি তৈরী হয়ে গেছে। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবির কর্মিদের সততা, আচার, আচরন, ও অন্যের সহযোগীতায় নিজেদেরকে উজাড় করে দেওয়ায় এটি সাধারন শিক্ষার্থীদের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ছাত্র শিবিরের মোট ২৩৪ জন নেতাকর্মিকে স্বৈরাচার, জুলুমবাজ শোষক শ্রেণীরা শহীদ করেছে। এর মধ্যে ঝিনাইদহ জেলায় খসে পড়েছেন বাংলাদেশ ছাত্রশিবিরের মোট ১৭ টি নক্ষত্র।
তিনি সাধারন শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরের ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান।
সবুজদেশ/এসইউ