কালীগঞ্জে ছিনতাইকারীর হাতুড়ি পেটায় হোমিও চিকিৎসক জখম
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এক হোমিও ডাক্তারকে হাতুড়ী দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে এক ছিতাইকারী। মুমুর্ষ অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিলকমল পাল নামের আহত ওই হোমিও ডাক্তারের বাড়ি যশোরের বকচর এলাকায়।
হাসপাতালে চিকিৎসাধীন নিল কমল পাল জানায়, কালীগঞ্জ শহরের ধান হাটায় ভৌমিক শান ঘরের উপর তলাতে তার একটি চেম্বার আছে। সেখানে প্রতিমাসে তিনি ১ বার রোগী দেখতে কালীগঞ্জে আসেন। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি তার চেম্বারে বসে ছিলেন। শহরে লকডাউনের কারনে এ সময়ে চেম্বারে কোন রোগীও ছিলনা। এ সময় মাথায় গামছা বাঁধা এক ছিনতাইকারী যুবক তার চেম্বারে প্রবেশ করে। এবং তাকে কিছু জিজ্ঞাসার আগেই গামছার মধ্যে থেকে হাতুঢ়ী বের করে তার মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে নিচে থাকা লোকজন ছুটে আসার আগেই ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সে জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক তাকে আক্রমন করতে পারে বলে তার ধারনা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আন্জুমান নেছা জানান, হাতুড়ীর আঘাতে তার মাথায় কয়েকটি ক্ষত দেখা গেছে। চিকিৎসা চলছে। বর্তমানে সে শংকামুক্ত বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, শহরে হামলার এমন খবর তিনি জানেন না। কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।