ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যার ঘটনায় মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার বিকেলে নিহত মেহেদীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- আকরাম হোসেন ও তার ভাই সাদ্দাম হোসেন।

এ ঘটনায় পুলিশ রাতেই প্রধান আসামি আকরাম হোসেনকে আটক করেছে। তবে তার ভাই সাদ্দাম হোসেন পলাতক। আটক আকরাম হোসেন ও সাদ্দাম হোসেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

আকরাম হোসেন ও সাদ্দাম হোসেন (বা থেকে)। ইনসেটে নিহত মেহেদী হাসান

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় মেহেদী হাসান নামে এক যুবককে হত্যা করা হয়েছে। প্রধান আসামি আকরাম হোসেনকে আটক করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর বেরিয়ে আসবে।

উল্লেখ্য, জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়।

আরো পড়ুন- কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত (ভিডিও)

মালয়েশিয়ায় যাওয়া হলো না মেহেদীর

কালীগঞ্জে যুবক খুন, দুই ভায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Tag :