ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে জন সমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান, দোকান-পাট বন্ধ

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জন সমাগম ঠেকাতে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকাল থেকেই এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে করোন ভাইরাস প্রতিরোধে শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি অনেক দোকান ও অফিস বন্ধ করতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল হাট বন্ধ থাকবে। এছাড়াও শহরের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দোকানসহ কাঁচাবাজার, ওষুধ ও হাসপাতাল শুধুমাত্র খোলা রাখা যাবে।

এ সময় কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

About Author Information
আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
৮০১ Time View

কালীগঞ্জে জন সমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান, দোকান-পাট বন্ধ

আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জন সমাগম ঠেকাতে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকাল থেকেই এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে করোন ভাইরাস প্রতিরোধে শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি অনেক দোকান ও অফিস বন্ধ করতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল হাট বন্ধ থাকবে। এছাড়াও শহরের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দোকানসহ কাঁচাবাজার, ওষুধ ও হাসপাতাল শুধুমাত্র খোলা রাখা যাবে।

এ সময় কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।