কালীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত ৭
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ হোসেন, আনোয়ারুল কবির, খন্দকার আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিক, খন্দকার মুমিনুর, হাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার সকালে ওই গ্রামের দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেওয়ার জন্য সীমানা দেওয়ার জন্য পিলার স্থাপন করতে যায়।
এ সময় অপরপক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এরপর দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সবুজদেশ/এস ইউ