নিজস্ব প্রতিবেদক:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় সমবায় দিবসের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও মোচিক সমবায় সমিতির সম্পাদক গোলাম রসুল। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। সভাতে বক্তাগন সমবায়ের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট গঠনে গুরুত্বআরোপ করেন।