কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সুখজান বিবি (৯০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুখজান বিবি রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের কিতাবদী মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে রঘুনাথপুর বাজারে পান খাওয়ার উদ্দেশ্যে আসে। এরপর রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারবাজার হাইওয়ে থানার এসআই পারভেজ মুন্সি জানান, ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে। তবে ট্রাকটি কে আটক করা সম্ভব হয়নি।
সবুজদেশ/এসইউ