কালীগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ইসরাইল হোসেন (৭০) নামে এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাইল হোসেন রামনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১১ টার দিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় কোন দিকে না তাকিয়ে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইসরাইল হোসেন। দ্রুত গতিতে আসা ট্রাকটি ইসরাইলকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় ইসরাইল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নম্বরটি কেউ জানাতে না পারায় আটক করা সম্ভব হয়নি।