নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মিলেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চাঁচড়া রেলগেট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত রঘুনাথ ভদ্র কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামের ধীরেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী বিউটি রাণী জানান, সকালে তার আর এক ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
চাঁচড়া রেলগেটের গেটম্যান নিক্সন তালুকদার জানান, তিনি ওই সময় দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা তাকে রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহাজাহান শেখ জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রুপসা ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। চাঁচড়া রেলগেটের ৮৮ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ যশোরে নিয়ে যায়।