কালীগঞ্জে ডেকোরেটরের দোকানে চুরি
ঝিনাইদহের কালীগঞ্জে শরীফ ডেকোরটরের দোকানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে দোকানের দেওয়াল ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে।
আশে পাশের কয়েকজন দোকান মালিক জানান, কালীগঞ্জে প্রায় চুরির ঘটনা ঘটছে। প্রশাসন যদি তাদেরকে ধরতে না পারে তাহলে সামনে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে মানুুষের।
শরীফ ডেকোরটরের মালিক আসাদুল ইসলাম জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যায়। সকালে এসে দেখি দোকানের পিছন দিক থেকে ভাঙ্গা রয়েছে। তারা হয়তো শাবল কিংবা ছেনি যাতীয় কিছু দিয়ে দেওয়াল ভেঙ্গে দোকানের মূল্যবান মালামাল নিয়ে গিয়েছে। যার আনুমানিক মূল্য ৭০-৮০ হাজার টাকা। আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগীতা কামনা করছি আমার মালামাল উদ্ধারের জন্য।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমারা শুনেছি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আনা হবে ।
সবুজদেশ/এসইউ