নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে একটি দোকানে বসে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের তালিকা তৈরি করায় হামলা ও আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক আসাদুল ইসলাম কালীগঞ্জ থানায় একটিা অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রহমত মালিথা অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য আসাদুল ইসলামের দোকানে বসে একটি তালিকা তৈরি করেন। এরপর গত ১০ মে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় আসাদুল ইসলাম। এরপর রাত সাড়ে ১২ টার দিকে লোকজনের চিৎকারে আবার বাজারে যায়। এরপর সেখানে গিয়ে দেখি আসাদুল ইসলামের দোকানে আগুন জ্বলছে।
আসাদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, দোকানে আগুনে প্রায় তার ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী রহমত মালিথা জানান, আসাদুলের দোকানে বসে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের তালিকা করায় প্রতিপক্ষরা এ হামলা ও অগ্নিসংযোগ করেছে।