ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন করা হয়।
শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের কমিটিতে হারুনুর অর রশিদ রাজাকে সভাপতি ও ডি. এফ ইফতি হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ খালিদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ক্রীড়া সম্পাদক তৌহিদ হাসান নাঈম ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহাম্মেদ।

এদিকে বারবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে সাদিয়া সুলতানা জ্বীম ও সাজিদ হোসেন সুজনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নাঈম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আর মামুন সরদার ও প্রচার সম্পাদক শাওন আহমেদ।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন সরকারি মাহাতাব উদ্দিন কলেজ ও বারবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 





















