ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ালটন প্লাজার দুই গ্রাহককে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
ক্রেতা এবং ক্রেতা পরিবারের সদস্যের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি দুই পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে ক্রেতা আল্লাদি বেগমের মৃত্যুতে সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন তার স্বামী হুজুর আলী এবং অপর কিস্তি গ্রাহক মো. আলাউদ্দিনের মৃত্যুতে তার স্ত্রী সুমনা আক্তার ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন।
কিস্তি গ্রাহক আল্লাদি বেগম ১৮ হাজার ৯০৭ টাকা মূল্যের মোবাইল ৩ হাজার ৮০০ টাকা জমা দিয়ে ক্রয় করে তিনটি কিস্তিতে ৬৬০০ টাকা পরিশোধ করেন। এরপর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলে গত ২ মার্চ তার স্বামী হুজুর আলী ৫০ হাজার টাকা কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা পান।
অপরদিকে, ক্রেতা মো. আলাউদ্দিন ৪৮ হাজার ১৭৩ টাকা মূল্যের ওয়াশিং মেশিন কিনে ১০ কিস্তিতে ২৭ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন। এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে গত ৬ মার্চ তার স্ত্রী সুমনা আক্তার ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন।
উক্ত সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ঝিনাইদহ জোনের রিজিওনাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাগর আহম্মেদ, ম্যানেজার হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, কিস্তি চলমান অবস্তায় ক্রেতা বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয়।
সবুজদেশ/এসএএস