কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥
ঝিনাইদহের কালীগঞ্জ কোলা ইউনিয়নে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তিরোধে ও এ বিভাগের দুর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ গ্রাহক ও সংযোগ প্রত্যাশীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে কোলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গনশুনানীতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুর রব,পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশুলী মোতাহার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক আব্দুল গফফার প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি,এম আব্দুর রব বলেন, বিদ্যুতের গ্রাকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিটি এলাকাতে এভাবে গণশুনানী করে এ বিভাগের দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আগের দিনের মত এখন আর গ্রাহক ভোগান্তি নেই। কেননা মানুষ সচেতন হয়েছে। তিনি বলেন, সেবামূলক এ খাতের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরনে কর্মিরা আজ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। গণশুনানিতে শত শত গ্রাহক, এলাকার সূধীজনেরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here