নিজস্ব প্রতিবেদক:
করোনাকালীন লকডাউনে গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
শুক্রবার জুম্মার নামাজ পর কালীগঞ্জ শহরের জনতার মোড়, বিহারী মোড়, বোর্ড স্কুলের (ফয়লা) সামনে ও নিমতলা বান্ডস্ট্যান্ডে রান্না খাবার বিতরণ করা হয়। লকডাউনে প্রতিদিন এ খাবার বিতরন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য শিবলী নোমানী ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন সময়ে দুস্থ্যদের মধ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন এভাবে খাবার বিতরণ অব্যহত থাকবে।