ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে পণ্যের দাম বেশি রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name

ঝিনাইদহঃ

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখায় ঝিনাইদহের কালীগঞ্জে ৭ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করেন। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বারোবাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দাম বেশি রাখায় চাল ব্যবসায়ী ইছহাক আলীকে ১০ হাজার, মেসার্স শরিফ ট্রেডার্সকে ১০ হাজার, টিটো ট্রেডার্সকে ৫ হাজার, মহেন্দ্র দত্ত স্টোরকে ৫ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ী ওমর ফারুক নান্নুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভাই ভাই হলুদ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, কিছু অসাধু ব্যাবসায়ী করোনার অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে। এমন সংবাদ পেয়েই তিনি বারবাজারে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেন।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

About Author Information
আপডেট সময় : ১১:২০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
৫৫৭ Time View

কালীগঞ্জে পণ্যের দাম বেশি রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:২০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০

ঝিনাইদহঃ

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখায় ঝিনাইদহের কালীগঞ্জে ৭ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করেন। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বারোবাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দাম বেশি রাখায় চাল ব্যবসায়ী ইছহাক আলীকে ১০ হাজার, মেসার্স শরিফ ট্রেডার্সকে ১০ হাজার, টিটো ট্রেডার্সকে ৫ হাজার, মহেন্দ্র দত্ত স্টোরকে ৫ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ী ওমর ফারুক নান্নুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভাই ভাই হলুদ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, কিছু অসাধু ব্যাবসায়ী করোনার অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে। এমন সংবাদ পেয়েই তিনি বারবাজারে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেন।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।