নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে পানিতে ডুবে মিকাইল হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মিকাইল বাকুলিয়া গ্রামের ইকরাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু মিকাইল। খেলা করতে করতে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর মিকাইলকে খোঁজাখুজি করতে থাকে পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির পাশের নর্দমায় শিশুটির মরদেহ দেখতে পায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন।
Reporter Name 


















