ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের দুটি গ্রæপ পৃথকভাবে পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে নবগঠিত উপজেলা কমিটির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খাঁনের নেতৃত্বে দলটির নেতাকর্মিরা শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। পরে প্রায় ২ হাজারের অধিক মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সদ্যঘোষিত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাড়াও শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান মতি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু প্রমূখ।

এদিকে বিকাল ৩ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে দলের অপর গ্রুপের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথির বক্তৃতা করেন। আরও বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, শ্রমিকলীগ নেতা গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমূখ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, সদ্য ঘোষিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের স্বাক্ষর স্ক্যান করে বসিয়ে কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি অভিযোগ দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) যে ফয়সালা দিবেন সেটি মেনে নিবেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের কমিটি প্রকাশিত হওয়ার পর দীর্ঘদিন পর দুটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

Tag :

কালীগঞ্জে পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের দুটি গ্রæপ পৃথকভাবে পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে নবগঠিত উপজেলা কমিটির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খাঁনের নেতৃত্বে দলটির নেতাকর্মিরা শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। পরে প্রায় ২ হাজারের অধিক মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সদ্যঘোষিত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাড়াও শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান মতি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু প্রমূখ।

এদিকে বিকাল ৩ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে দলের অপর গ্রুপের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথির বক্তৃতা করেন। আরও বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, শ্রমিকলীগ নেতা গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমূখ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, সদ্য ঘোষিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের স্বাক্ষর স্ক্যান করে বসিয়ে কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তিনি অভিযোগ দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) যে ফয়সালা দিবেন সেটি মেনে নিবেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের কমিটি প্রকাশিত হওয়ার পর দীর্ঘদিন পর দুটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।