নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিহারী মোড় নামক স্থানে আব্দুর রহমান (৪৬) নামে এক মানসিক প্রতিবন্ধীর শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানসিক প্রতিবন্ধী আব্দুর রহমানের ভাই লুৎফর রহমান লুতু বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দগ্ধ আব্দুর রহমান শহরের আড়পাড়া এলাকার মুনছুর খানের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি সবুজদেশ নিউজকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া। তিনি জানান, মামলায় বিপ্লব হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। এখনো গ্রেফতার হয়নি। বিপ্লবকে গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিহারী মোড়ে এসে আব্দুর রহমান হাটাহাটি করছিল। এ সময় সে বিপ্লব নামে একজনের নাম ধরে ডাক দেয়। হঠাৎ আব্দুর হুরাইরা হার্ডওয়্যার এর মালিক ও সাবেক কমিশনার মার্জেদ আলীর ছেলে বিপ্লব হোসেন আব্দুর রহমানের শরীরে দাহ্য পদার্থ (তারপিন) ঢেলে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় শরীরে আগুন লাগা অবস্থায় এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। পরে এক সেলুন মালিক তার শরীরে একটি তোয়ালে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন জানান, আব্দুর রহমান একজন মানসিক প্রতিবন্ধী। শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে খাবার তুলে খায়। সবাই তাকে পাগল বলেই চেনে। বিভিন্ন সময় সে মানুষের নাম ধরে ডাকে। বিহারী মোড়ের হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মানসিক প্রতিবন্ধী আব্দুর রহমানের শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক জানান, আব্দুর রহমানের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আরো পড়ুন: কালীগঞ্জে দাহ্য পদার্থ দিয়ে মানসিক প্রতিবন্ধীর শরীরে আগুন (ভিডিও)
ভিডিও…