ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে মাস ব্যাপি রোজাদারদের ইফতার করাবেন প্রবাসীরা। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ জনের ইফতারের আয়োজন করা হয়।
আয়োজকরা জানায়, রাকড়া গ্রামের প্রায় ৪০-৫০ প্রবাসীর অর্থয়ানে পুরো রমজান জুড়ে এই ইফতার মাহাফিলের উদ্যেগ নেওয়া হয়েছে। আর ইফতার মাহাফিল বাস্তবায়নে সহযোগিতা করছেন রাকড়া গ্রামের যুব সংঘ ও মসজিদ কমিটি।
ইফতার মাহাফিল পরিচালনায় রয়েছেন, মোঃ জসিম হোসেন, আব্দূল কাদের ও বিএন নাজমুল।
সবুজদেশ/এসইউ