ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে প্রাথমিকের শিশুদের করোনার টিকা দিতে টাকা নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের কার্যক্রম শুরু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনার টিকা দিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনই চিত্র দেখা গেছে উপজেলার কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সকালে টিকা দিতে স্কুলে এসেছে। টিকা দেওয়ার পর স্কুলের প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের নাম করে ১৫/২০ টাকা পর্যন্ত নিচ্ছে স্কুলটির শিক্ষকরা।

স্কুলটির ৪র্থ শ্রেণির ছাত্র ওমর আলী জানায়, যাওয়ার সাথে সাথে হাতে টিকা দিল। এরপর স্কুলের এক ম্যাডামের কাছে ১৫ টাকা দিতে হয়েছে।

সজীব হোসেন নামে আরেক শিক্ষার্থী জানায়, তার কাছ থেকেও নিবন্ধনের নাম করে ১৫ টাকা নিয়েছে এক ম্যাডাম।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজনের কাছ থেকে নেওয়া হয়েছিল। পরে আর নেওয়া হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, শিশুদের একদমই বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ৪১০০ শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু জানান, শিশু শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা দিতে কোন টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। যদি কেউ নিয়ে থাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে প্রাথমিকের শিশুদের করোনার টিকা দিতে টাকা নেওয়ার অভিযোগ

Update Time : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের কার্যক্রম শুরু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনার টিকা দিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনই চিত্র দেখা গেছে উপজেলার কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সকালে টিকা দিতে স্কুলে এসেছে। টিকা দেওয়ার পর স্কুলের প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের নাম করে ১৫/২০ টাকা পর্যন্ত নিচ্ছে স্কুলটির শিক্ষকরা।

স্কুলটির ৪র্থ শ্রেণির ছাত্র ওমর আলী জানায়, যাওয়ার সাথে সাথে হাতে টিকা দিল। এরপর স্কুলের এক ম্যাডামের কাছে ১৫ টাকা দিতে হয়েছে।

সজীব হোসেন নামে আরেক শিক্ষার্থী জানায়, তার কাছ থেকেও নিবন্ধনের নাম করে ১৫ টাকা নিয়েছে এক ম্যাডাম।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজনের কাছ থেকে নেওয়া হয়েছিল। পরে আর নেওয়া হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, শিশুদের একদমই বিনামূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ৪১০০ শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু জানান, শিশু শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা দিতে কোন টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। যদি কেউ নিয়ে থাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।