“এসো গড়ি রক্তের বন্ধুত্ব” এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র “খুলনা বিভাগীয় সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৯টায় উপজেলার পৌর অডিটরিয়ামে এ আয়োজন করে খুলনা বিভাগ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।
দিনব্যাপী এই সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ২৫০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সকাল থেকেই অডিটোরিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের মধ্যে ছিলো সংগঠনের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা, আলোচনাসভা, স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় এবং আগামীর পরিকল্পনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ আলমগীর হোসাইন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র প্রধান সহ সমন্বয়ক জিয়াউল হাসান আমিন, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক সাইম ইসলাম, শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক আবু মাহফুজ শুভ, রংপুর বিভাগীয় সমন্বয়ক সায়েদ খান, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম, খুলনা বিভাগীয় সমন্বয়ক খাইরুল বাশার, খুলনা বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক ইমরাদুল ইসলাম ফরিদ, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোঃ সুমন, বিভাগীয় নারী বিষয়ক সমন্বয়ক আফসানা ইসলাম পুষ্প, বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক আবু মুসা আশহারী, বিভাগীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক হৃদয় হাসানসহ প্রমূখ।
এসময় রক্তদানে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ গুণী স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
বক্তরা, সংগঠনের প্রশংসা করেন বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও তরুণদের মধ্যে সহমর্মিতা গড়ে তোলে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহ থাকবে বলে আশা প্রকাশ করেন।
সবুজদেশ/এসইউ