ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু জখম!

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বন্ধু কৃষ্ণ দাসকে ছুরিকাঘাত করে জখম করেছে বলে অভিযোগ উঠেছে আরেক বন্ধু স্বরজিৎ দাসের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বিহারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত কৃষ্ণ দাস আড়পাড়া বিহারী মোড় এলাকার পরিতোষ দাসের ছেলে। অভিযুক্ত স্বরজিৎ দাস উপজেলার মধুগঞ্জ এলাকার মনি কুমার দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষ্ণ দাস ও স্বরজিৎ দাস ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি স্বরজিৎ দাস এক হাজার টাকা দিবে বলে কৃষ্ণ দাসকে মোবাইলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে স্বরজিতের কাছে থাকা ছুরি দিয়ে কৃষ্ণ দাসের পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কৃষ্ণ দাসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযুক্ত স্বরজিৎ দাস বলেন, সে আমাকে মারতে গিয়ে নিজের ছুরিতে সে নিজেই জখম হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, ছুরিকাঘাতে জখম হওয়া কৃষ্ণ দাসকে হাসপাতালে আনা হয়। পেটে গভীর ক্ষত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এমএইচ/এসএএস/এসএইচ

About Author Information
আপডেট সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১২৫ Time View

কালীগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু জখম!

আপডেট সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বন্ধু কৃষ্ণ দাসকে ছুরিকাঘাত করে জখম করেছে বলে অভিযোগ উঠেছে আরেক বন্ধু স্বরজিৎ দাসের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বিহারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত কৃষ্ণ দাস আড়পাড়া বিহারী মোড় এলাকার পরিতোষ দাসের ছেলে। অভিযুক্ত স্বরজিৎ দাস উপজেলার মধুগঞ্জ এলাকার মনি কুমার দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষ্ণ দাস ও স্বরজিৎ দাস ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি স্বরজিৎ দাস এক হাজার টাকা দিবে বলে কৃষ্ণ দাসকে মোবাইলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে স্বরজিতের কাছে থাকা ছুরি দিয়ে কৃষ্ণ দাসের পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কৃষ্ণ দাসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযুক্ত স্বরজিৎ দাস বলেন, সে আমাকে মারতে গিয়ে নিজের ছুরিতে সে নিজেই জখম হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, ছুরিকাঘাতে জখম হওয়া কৃষ্ণ দাসকে হাসপাতালে আনা হয়। পেটে গভীর ক্ষত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এমএইচ/এসএএস/এসএইচ