কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা: নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার। নিহত রেজাউল ইসলাম (৪৫) উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে কালীগঞ্জ শহর থেকে পরিবারের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পারিবারিক দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে ।
সবুজদেশ/এসইউ