ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বাল্যবিয়ের ৫ দিন পরও রেহাই পেল না বর-কনে

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিন আগে গোপনে বাল্যবিয়ে দিয়েও রক্ষা পেল না বর-কনে পক্ষ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়পক্ষকে জরিমানা এ বর-কনেকে পৃথক রাখার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

ভূপালী সরকার জানান, ৫ দিন আগে গোপনে উপজেলার বেথুলী দাসপাড়ার বিপুল দাসের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের স্বরজিত দাসের ছেলে সাগর দাসের বিয়ে দেয়া হয়। এরপর বরপক্ষ কনের বাবার বাড়ি বেথুলী গ্রামে অবস্থান নেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। এরপর উভয় পক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়। পরে বরের বাবাকে ২০ হাজার টাকা এবং কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের জেল ঘোষণা করা হয়।

একই সঙ্গে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে পৃথক রাখার ব্যাপারে অভিভাবকদের অঙ্গীকার নেয়া হয়। এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্পের এএসআই শামছুল আলম, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Author Information
আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
৯২১ Time View

কালীগঞ্জে বাল্যবিয়ের ৫ দিন পরও রেহাই পেল না বর-কনে

আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিন আগে গোপনে বাল্যবিয়ে দিয়েও রক্ষা পেল না বর-কনে পক্ষ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়পক্ষকে জরিমানা এ বর-কনেকে পৃথক রাখার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

ভূপালী সরকার জানান, ৫ দিন আগে গোপনে উপজেলার বেথুলী দাসপাড়ার বিপুল দাসের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের স্বরজিত দাসের ছেলে সাগর দাসের বিয়ে দেয়া হয়। এরপর বরপক্ষ কনের বাবার বাড়ি বেথুলী গ্রামে অবস্থান নেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। এরপর উভয় পক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়। পরে বরের বাবাকে ২০ হাজার টাকা এবং কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের জেল ঘোষণা করা হয়।

একই সঙ্গে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে পৃথক রাখার ব্যাপারে অভিভাবকদের অঙ্গীকার নেয়া হয়। এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্পের এএসআই শামছুল আলম, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।